অবশেষে শুরু হলো রাস্তার কাজ। দীর্ঘ সময় ধরে বেহাল রাস্তা সমস্যায় ভুগছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা বারংবার প্রশাসনের কাছে আবেদন জানানোর পরেও কোন প্রকার সমাধান হয়নি। অবশেষে এদিন নারকোল ফাটিয়ে রাস্তার কাজের শুভ সূচনা করেন উপস্থিত জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা।
জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের অন্তর্গত জলঘর থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। স্বাধীনতার পর থেকেই এই রাস্তাটি কাঁচা রয়েছে। রাস্তার কারণে বেশ সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। রাস্তা সম্পর্কিত সমস্যা আরো দ্বিগুণ আকার ধারণ করত বর্ষার সময়। মাঝে রাস্তার দাবিতে ভোট বয়কট ও করেছিল গ্রামবাসীরা। অবশেষে রাস্তাটি পাকা করবার উদ্যোগ নেয়া হয় প্রশাসনের তরফে। এদিন রাস্তার কাজের শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ আরো অনেকে।
এ বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান, ‘জলঘর অঞ্চলের ছোট দেওরা থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষিত রাস্তার কাজের শুভ সূচনা করা হলো। আশা করছি খুব শীঘ্রই আপনারা নতুন রাস্তা পেয়ে যাবেন।’