ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত ঝাড়গ্রাম ব্লকের কলাবনি, লোধাশুলি সহ বিভিন্ন জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটছে। বন বিভাগের পক্ষ থেকে জঙ্গলে আগুন লাগানো রুখতে একাধিকবার সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করতে পোস্টারিং করা হয়েছে। তা সত্ত্বেও জঙ্গলে আগুন লাগানো বন্ধ করা যায়নি। কে বা কারা আচমকাই জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে জঙ্গলকে ধ্বংস করার চক্রান্ত শুরু করেছে। তাই বুধবার ঝাড়গ্রাম বন বিভাগের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বুধবার ঝাড়গ্রাম শহরে বন বিভাগের পক্ষ থেকে জঙ্গলে আগুন লাগানো রুখতে মানুষকে বিশেষ বার্তা দেওয়ার জন্য ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে বন আধিকারিক, কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। মিছিল থেকে বার্তা দেওয়া হয় যে জঙ্গলে আগুন লাগিয়ে জঙ্গলের ক্ষতি করবেন না, জঙ্গলে থাকা বন্যপ্রাণীদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। জঙ্গল আমাদের সম্পদ, জঙ্গল না থাকলে আমাদের পরিবেশ ঠিক থাকবে না। তাই জঙ্গলকে রক্ষা করা আমাদের পরম কর্তব্য। জঙ্গলকে রক্ষা করুন, জঙ্গলে কেউ আগুন লাগাবেন না, জঙ্গলকে ধ্বংস করবেন না। জঙ্গলে আগুন লাগানো আইনত দন্ডনীয় অপরাধ। জঙ্গলে আগুন লাগানো থেকে বিরত থাকার জন্য সর্বস্তরের মানুষের কাছে ঝাড়গ্রাম বন বিভাগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।