গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বহরমপুর থানার বলরামপুর বাইপাস সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালানোর সময় পুলিস প্রচুর পরিমাণে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম নারায়ণ মণ্ডল। বাড়ি বহরমপুর থানার হাতিনগর এলাকায়। ওই কারবারি একটি ট্রাকে গাঁজা লুকিয়ে নিয়ে আসছিল বলে জানা গিয়েছে। ট্রাক থামিয়ে তল্লাশি চালানোর সময় মোট ৯১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ধৃতকে সাতদিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পাঠানো হয়। বিচারক পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
বহরমপুর থানার পুলিস আধিকারিক উদয়শঙ্কর ঘোষ বলেন, সোর্স মারফত খবর ছিল ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে গাঁজা পাচার হবে। খবর মোতাবেক বলরামপুরে জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু হয়। গভীর রাতে কলকাতার দিক থেকে বহরমপুরগামী একটি ট্রাক দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় ভিতর থেকে বেশ কয়েকটি প্যাকেট বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য ১০ লক্ষাধিক টাকা। গাঁজা কোথায় নিয়ে যাচ্ছিল এবং কারবারের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।