আলুর জমিতে গেলে দেখা যাচ্ছে অদ্ভুত ধরনের আলুর ফলন নাক, কান, হাত, পা, পেট, পশুপাখি, কোনোটা ফুলদানি, বোম ও পুতুল, আদার মতো যুক্ত আলু। কিনছেন না আলু ব্যবসায়ীরা। মাথায় হাত চাষীদের। আলু ফলনের দেখতে ভিড় জমাচ্ছে অনেকেই। কিন্তু চোখের জল ফেলছেন চাষিরা। ঘটনাটি হুগলির আরামবাগের মলয়পুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ও দুই নম্বর পঞ্চায়েতের বালিয়াচক বেসে। প্রকৃতি গ্রামের মাঠে এমনই ফলনের মাথায় হাত পড়েছে চাষীদের। চাষীদের দাবি, পাঞ্জাবে আলু বীজ কিনে জমিতে লাগিয়েছিলেন।
এক বিঘা জমিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ করে আলু বসিয়েছিলেন। তিন মাসের মাথায় চাষিরা জমি থেকে আলু তুলতেই মাথায় হাত। কোনো আলু পুতুলের মত দেখতে, কোনোটি ফুলদানির মত, আবার আদার মত দেখতে সব অদ্ভুত আলু। কোন-কোন আলুর থেকে বেরিয়েছে হাত-পা, নাক, কান। আবার কোন আলু ফেটেও গিয়েছে। বিঘার পর বিঘার জমির আলু চাপা পড়ে রয়েছে। আলুরধরণ দেখে কোন আলু ব্যবসায়ীরা আলু কিনতে আসেননি। তাই বিপুল পরিমাণের এই আলু নিয়ে চিন্তায় পড়েছেন চাষীরা।