বুধবার পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙ্গা বেসরকারি খোলামুখ (নাগরাকোন্দা ‘বি’) খনিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কংগ্রেসের একাংশ। বন্ধ করে দেওয়া হয় খনির সমস্ত কাজ। একাধিক দাবিতে এই দিনের বিক্ষোভ বলে জানান বিক্ষোভকারীরা। মুক্তি বাউরী, তাপস মন্ডলরা বলেন, খোলামুখ খনি তৈরির জন্য জমিদাতারা চাকরি পেলেও ভাগচাষি, ক্ষেত মজুররা বঞ্চিত হয়েছে। খনির কাজে স্থানীয়দের নিয়োগ না করে অন্যান্য রাজ্য থেকে শ্রমিক এনে এখানে কাজ করানো হচ্ছে।
স্থানীয়দের কাজে নিয়োগ করার দাবিতেই আন্দোলন বলে জানান তারা। অন্যদিকে বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করার পাশাপাশি দলের পতাকা ব্যবহার করায় তৈরি হয়েছে বিতর্ক। শাসক দলের নেতা প্রদীপ মন্ডল বলেন, স্থানীয়দের সমস্যা দাবি দাওয়ার সমাধান করার জন্য বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ১০ জনের একটি কমিটি করে দিয়েছেন। এদিনের বিক্ষোভ বা দলীয় পতাকা ব্যবহার করা বিষয়ে দলীয় নেতৃত্ব বা কমিটির সদস্যদের কেউ কিছু জানায়নি। ব্যক্তি স্বার্থে দলীয় পতাকা ব্যবহার করা হচ্ছে। এতে দলের ভাবমূর্তির ক্ষতি হবে। বিষয়টি বিধায়ককে জানানো হবে বলে জানান প্রদীপবাবু।