শীতের পরশ শেষে বসন্তের আগমনে সকলের হৃদয়-মন পুলকিত। বসন্ত জাগ্রত দ্বারে। অনুকূল আবহে আকাশে-বাতাসে পলাশের প্রস্ফুটিত আহ্বান মুখরিত প্রকৃতির নির্মল ও সবুজ বনানী ঘেরা রামকৃষ্ণ মন্ডল ইনস্টিটিউট অব এডুকেশন মহাবিদ্যালয় অঙ্গন রঙের বর্ণময় উৎসবে বসন্তের রঙে রঙিন হয়ে উঠল। বর্তমান প্রজম্মের সমাজ গঠনের কারিগররা এই বসন্ত উৎসবে সামিল হয়েছিল। গ্ৰামীণ হাওড়ার আমতা থানার রসপুর গ্ৰামে রামকৃষ্ণ মন্ডল ইনস্টিটিউট অব এডুকেশন, বি এড ও ডি এল এড-এর ছাত্র-ছাত্রী, অগ্ৰগতি ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সস, নার্সিং এডুকেশন ইউনিটের ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির সদস্যরা বসন্ত উৎসব ২০২৫ উদযাপন করল।
ভাষ্য পাঠ, সংগীত ও নৃত্যের একটি নিখুঁত মিশ্রণের সাথে অনুষ্ঠানটি যেন বসন্তের চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিল। যেমনটি কবি শিল্পী এবং প্রকৃতি নিজেই কল্পনা করেছিলেন। মহতি এই অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি অধ্যক্ষা পামেলা গোপালাকৃষ্ণণ, বিভাগীয় প্রধান সৌম্যাশীষ দাস, অধ্যক্ষ ডঃ গৌরাঙ্গ মুখার্জি ও তপন মন্ডলের।
অভিভাবক-অভিভাবিকাদের সম্মানজনক উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য যেন বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। অনুষ্ঠানটি কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সুচারুভাবে ভাষ্য পাঠ, সংগীত, নৃত্য পরিবেশন যারা করেছে এবং যারা অনুষ্ঠানটি পরিচালনা-সঞ্চালনা করতে সাহায্য করেছে তাদের অবদানের কথা স্বীকার করে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন স্বেচ্ছাসেবী সংগঠন অগ্ৰগতির কর্ণধার ও সম্পাদক তপন মন্ডল।