বেপরোয়া টোটোর ধাক্কায় নর্দমায় ঢুকে গিয়ে মৃত্যু হল সাইকেল আরোহীর। ঘটনায় উত্তেজনা দুর্গাপুর থানার ধুনরা প্লট এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ আসে। মৃত সাইকেল আরোহীর নাম তরুণ অধিকারী(৩৮)। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকালে সাইকেল নিয়ে দুধ বিক্রি করতে আসছিল। তখনই প্রচণ্ড গতিতে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে।
তখনই সাইকেল নিয়ে নিকাশি নালার ভেতর পড়ে যায় সাইকেল সওয়ার তরুণ অধিকারী। টোটো চালককে প্রথমে স্থানীয়রা ধরে। সুযোগ বুঝে পালায় টোটো চালক। তরুণবাবুকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।