বৃহস্পতিবার সাত সকালে চাঞ্চল্য দুর্গাপুরে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গাড়ি ভাঙচুর। দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের চার চাকা গাড়ি রাতের অন্ধকারে ভেঙে দিল দুষ্কৃতীরা। রীতিমতো ইট পড়ে রয়েছে গাড়ির ভেতর, গাড়ির আরো কিছু জিনিস ভেঙে ফেলার অভিযোগ। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত এবিএল টাউনশিপের এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ভোটের আগে অশান্তি তৈরী করতে এই ভাঙচুর অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দীপেন মাজির বলে অভিযোগ। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর শহরে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ১৮ তারিখ রাত্রিবেলায়। প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি বুধবার গভীর রাতে এই ঘটনায় নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করে।