আগামী ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল। প্রথম দিনেই কলকাতার মুখোমুখি হতে চলেছে আরসিবি বেঙ্গালুরু। এই দলের হয়ে অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি। কিছুদিন আগেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলে যোগদান করার সময় একটি সাক্ষাৎকারে বিসিসিআইয়ের দীর্ঘদিনের সফরে পরিবার নিয়ে চালু করা নিয়মের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিরাট কোহলি। তিনি বলেন , খারাপ সময়ে একজন ক্রিকেটারের পাশে তার পরিবারের থাকাটা সব থেকে প্রয়োজন। দলের খারাপ পারফরম্যান্সের ওপর পরিবারের কোনো হাত থাকে না। তাদের সরিয়ে দেওয়াটা কখনোই সমাধান হতে পারে না। এবার বোর্ডের তরফ থেকে নাম না করেই এর পাল্টা জবাব দেওয়া হল।
বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া এ বিষয়ে জানান, বিসিসিআই তার সিদ্ধান্তে অনড়। তিনি এক সাক্ষাৎকারে জানান, ” বর্তমান পলিসি বজায় থাকবে আগের মতোই। জাতীয় দল এবং বিসিসি আইয়ের কাছে এর গুরুত্ব অনেক। অনেকের এই নিয়ম নিয়ে পৃথক পৃথক মতামত থাকতেই পারে। তবে নিয়ম পাল্টাবে না। ”
বোর্ড সচিব আরো জানান , এই নিয়ম নতুন কিছু নয়। প্রায় পাঁচ দশক ধরেই চলে আসছে। শুধু ক্রিকেটাররা নয়, ক্রিকেট দলের সাথে যুক্ত কোচ, ম্যানেজার, সাপোর্টিং স্টাফ সবার ক্ষেত্রেই প্রযোজ্য এই নিয়ম। দলের সকলের উন্নতি, দলের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই এমনটাই মত তার।
তবে কোহলির করা মন্তব্যের জেরে কিছুটা হলেও নিয়ম শিথিল হয়েছে। ম্যাচে কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে, প্লেয়াররা পরিবারের সঙ্গে আরও বেশ কিছু দিন বেশি সময় কাটাতে পারবেন বলে জানা গেছে। তবে এই বিষয়ে বেশ কিছু নিয়ম মানতে হবে প্লেয়ার দের। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড সেকথাই স্পষ্ট জানান তিনি।