টলিউডের অতিপরিচিত মুখ রোহন ভট্টাচার্য। বড় পর্দায় একাধিক কাজ করেছেন তিনি। কিন্তু তাকে সব থেকে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে ছোটপর্দা। তবে বর্তমানে অভিনেতা ভীষণ ব্যস্ত বড়পর্দার কাজ নিয়ে। সৌভিক দে পরিচালিত ” ” ব্রহ্মার্জুন ” শীঘ্রই আসতে চলেছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রোহন এবং অনিন্দ্য সেনগুপ্ত।
ছবিতে রোহনের বেশ কিছু অ্যাকশনের দৃশ্য আছে। এতদিন যে ধরনের ছবি করার জন্য অপেক্ষা করেছিলেন , অবশেষে সেই ছবিতে অভিনয় করতে পেরে নিজেকে কৃতজ্ঞ মনে করেছেন রোহন। এই ছবিতে অভিনয় করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন অভিনেতা।
কাজের বিষয়ে তিনি জানান, প্রচণ্ড চুজি তিনি। ভালো কাজের জন্য দীর্ঘ অপেক্ষা করতেও রাজি। তবে কখনোই কোয়ালিটির সঙ্গে আপস করতে রাজি নন অভিনেতা। ছোট পর্দা তাকে জনপ্রিয়তা এনে দিলেও এই মুহুর্তে ছোট পর্দায় ফিরতে নারাজ তিনি। এমনকি ওয়েব সিরিজ খুব বেছেই করছেন বলে জানান।
ইতিমধ্যে পরিচালন ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ” স্বপ্ননগরী ” সিনেমাতে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির পথে আছে। এই ছবিতে অভিনয় করতে পেরেও ভীষণ খুশি অভিনেতা। এটা তার জীবনে অন্যতম সেরা অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন তিনি। ছবিটি যেহেতু ফেস্টিভ্যালে যাবে। এছাড়া এই ছবিতে অভিনেতার সাথে অভিনয় করেছেন ” লা পাতা লেডিজ” সিনেমার অভিনেতারা।
কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না তার। অভিনেত্রী অঙ্গনা রায়ের সাথে সম্পর্কে আছেন বলেই চর্চা হচ্ছে। এমনকি দুজনকে একসাথে বহু পার্টিতে দেখা গেছে। যদিও এই বিষয়ে দুজনের কেউ কোন মুখ খোলেন নি। বিয়ের প্রসঙ্গে অভিনেতা স্পষ্ট জানান আপাতত কাজ নিয়ে ব্যস্ত তিনি। এবিষয়ে এখনই সিদ্ধান্ত নেন নি।