বলি সুন্দরী দীপিকা পাড়ুকোন সদ্য মা হয়েছেন। শেষ বার ” সিংহম এগেইন ” ছবিতে তাকে দেখা গিয়েছিল। গতবছর সেপ্টেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তারপর থেকে বলিউডে দেখা মেলেনি তাঁর। বর্তমানে তিনি মাতৃত্ব কালীন ছুটিতে আছেন। চলতি বছরেই মাতৃত্বকালীন ছুটি শেষ করে পুনরায় তিনি কাজে ফিরতে চলেছেন।
জানা গেছে, নাগ অশ্বিনের ‘ কল্কি ২৮৯৮ এডি ‘ সিনেমার হাত ধরে কাম ব্যাক করতে চলেছেন তিনি। চলতি বছরের গ্রীষ্মকালে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল এই সিনেমার। কিন্তু দীপিকার কারণেই সেই শ্যুটিং পিছিয়ে চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে চলেছে। এই ছবিতে দীপিকা ছাড়াও রয়েছেন বলিউড স্টার অমিতাভ বচ্চন এবং প্রভাস। কর্ণ এবং অশ্বত্থামার চরিত্রকে প্রাধান্য দিয়েই এই সিনেমা গড়ে তোলা হবে বলে জানা গেছে।
এই সিনেমা ছাড়াও ‘ পাঠান ২’ সিনেমাতে অভিনয় করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে,এই ছবির শ্যুটিং শুরু হবে ২০২৬ সালে। সম্প্রতি একটি ফ্যাশন শো তে র্যাম্প ওয়াকে অংশ নিতে দেখা গেছে দীপিকাকে। তবে বর্তমানে কাজের থেকে কন্যা দুয়াকে নিয়ে বেশি সময় কাটাতে ব্যস্ত বলি নায়িকা।