২০ মার্চে অবশেষে যুজবেন্দ্র আর ধনশ্রীর বিবাহবিচ্ছদের আবেদন মঞ্জুর করলো মুম্বাই হাই কোর্ট। জানা গিয়েছে, দুজনের পারিস্পরিক সম্মতিতেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ধনশ্রীকে যুজবেন্দ্র ৫ কোটি টাকা খোরপোষ দেবেন। যুজবেন্দ্র চাহালের দুই আইনজীবী নীতিন কুমার গুপ্ত ও সঞ্চয় মলহোত্র সংবাদমাধ্যমকে জানান তাঁদের বিবাহ বিচ্ছদের কথা। ধনশ্রীর আইনজীবী জানিয়েছেন যে, দুই পক্ষের সম্মতিতেই বিচ্ছেদ হয়েছে। এদিন হাই কোর্টে পৌঁছানোর সময়, ধনশ্রীকে ঘিরে শুরু হয় ট্রোলিং। ইতিমধ্যেই সেই ভিডিও আবার ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন “পয়সা কামানোর ভালো উপায়” আবার কেউ লিখেছেন “আধুনিক ভিখারী “।
অন্যদিকে চালাহের সঙ্গে সম্প্রতি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে দেখা গেছে রেডিও জকি মাহভাশ কে। মাহভাশ চাহলের সঙ্গে বসে ইন্ডিয়া-নিউজিল্যান্ডের খেলা দেখেন। ইন্ডিয়া ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাওয়ার পর, চাহাল এবং মাহভাশ একসাথে সেলিব্রেটও করেন।
তারপর থেকেই চাহাল ধনশ্রীর সম্পর্ক নিয়ে চারিদিকে শুরু হয় বিচ্ছেদের জল্পনা। মাঝে ধনশ্রীর একটা ইনস্টাগ্রাম স্টোরিও ভাইরাল হয়, যেখানে সে লিখেছিলেন যে, “সব ব্যাপারে মহিলাদের দোষ দেওয়া খুব সহজ”। অনেক নেটিজেন মনে করেন যে চাহালের সঙ্গে মাহভাশের সম্পর্কর জেরেই ধনশ্রীর সাথে বিচ্ছেদ, আর সেটাকেই এই পোস্টের মাধ্যমে ইঙ্গিত করতে চেয়েছেন ধনশ্রী।