ঝাড়গ্রামে পুতরুঙ্গী খালের উপর বাঁশের সাঁকোতে চলছে ঝুঁকির পারাপার। ঝাড়গ্রাম ব্লকের ছোট চাঁদাবিলা এলাকায় পুতরঙ্গী খালের উপর এলাকার বাসিন্দারা নিজেদের যাতায়াত করার জন্য নিজেদের উদ্যোগে তৈরি করেছেন বাঁশের একটি সাঁকো। সেই বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা যাতায়াত করেন। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে থাকে। এমন কি মৃত্যুর ঘটনাও ঘটেছে। এলাকার স্কুল পড়ুযাদের বাঁশের সাঁকো পেরিয়ে বিদ্যালয়ে যেতে সমস্যায় পড়তে হয়। এমন কি কোন মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকার বাসিন্দাদের। এভাবেই এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে।
এলাকায় একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের। প্রায় ২৫টি গ্রামের মানুষ এই বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করেন। কবে পাকা সেতু নির্মাণ হয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এলাকার মানুষ আজও উন্নয়নের স্বাদ পায়নি। বারবার বলা সত্ত্বেও এলাকায় পাকা সেতু নির্মাণ হয়নি। পাকা সেতু নির্মাণের দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি পালন করেছেন এলাকার বাসিন্দারা। তাতেও টনক নড়েনি প্রশাসনের। এরপরও কি ঝাড়গ্রাম জেলা প্রশাসন বলবেন এলাকায় উন্নয়নের জোয়ার বইছে। আগামী দিনে পাকা সেতু নির্মাণের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন এলাকার বাসিন্দারা।