দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি তাঁর অবস্থানে অনড়। রাজনীতির নামে কেউ তাঁর সঙ্গে ‘খারাপ আচরণ’ করলে তাঁর বাড়ি ঢুকে মারবেন কিংবা বাড়ি থেকে চৌরাস্তায় টেনে নিয়ে গিয়ে মারবেন। শনিবার সকালে চা চক্রে বিজেপি নেতার ওই মন্তব্যের পরে তাঁর খড়্গপুরের বাংলোর সামনে পৌঁছে যান তৃণমূলের কিছু নেতাকর্মী। তাঁদের দাবি, মন্তব্য প্রত্যাহার করতে হবে দিলীপকে।
সকলের সামনে ক্ষমা চাইতে হবে প্রাক্তন সাংসদকে। দিলীপের গ্রেফতারির দাবিতে স্লোগান ওঠে রেলের ওই বাংলোর সামনে। বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সহ-সভাপতি দেবাশিস চৌধুরী ওরফে মুনমুন।