একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ, দীর্ঘদিন বিদ্যুৎহীনতার সমস্যায় ভুগছেন এলাকার মানুষজন। অবশেষে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবিতে শনিবার রাস্তা অবরোধ করলেন এলাকার সাধারণ মানুষ। ঝাড়গ্রাম গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের চৈনিশোল, পাঁচরুখি, আমদাপাল, বড় আসনবনী, রামচন্দ্রপুর, গোয়ালমারা সহ আশেপাশের প্রায় ১০ থেকে ১৫টি গ্রামে বিদ্যুৎ সমস্যা প্রায় দিন লেগেই থাকে। এলাকার বাসিন্দার অভিযোগ করছেন, এক দুই ফোঁটা বৃষ্টি হলেই এলাকায় বিদ্যুৎ থাকে না। রাতভর বিদ্যুৎ আসে না। কখনো কখনো ২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ চলে যায়। গত দুদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এলাকা জুড়ে।
আর তাতেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তারা জানান, বাড়িতে বৃদ্ধ-বৃদ্ধা, ছোট বাচ্চা রয়েছে। প্রচন্ড গরমে সমস্যায় পড়তে হয়। বিদ্যুৎ না থাকলে পানীয় জলের সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। এই সমস্যা দীর্ঘ কয়েক বছরের। একাধিক বার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে এর কোন সুরাহা হয়নি।
এ সমস্ত অভিযোগ তুলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চৈনিশোল বাসস্ট্যান্ডে শনিবার সকাল ৮ থেকে রাজ্য সড়কের রাস্তা অবরোধ করেন এলাকার সাধারণ মানুষজন। পথ অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি বেলিয়াবেড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পথ অবরোধকারী গ্রামবাসীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন সাধারণ মানুষ। অবরোধের ফলে লোধাশুলি-রগড়া বাস রাস্তায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পথ অবরোধ উঠে যাওয়ার পর রাস্তায় ফের বাস সহ অন্যান্য যানবাহন চলাচল শুরু হয়।