বুধবার মেদিনীপুর শহরে প্রদ্যুৎ স্মৃতি সদনে পশ্চিম মেদিনীপুর জেলা সাংগঠনিক কিষান খেতমজদূর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ওই কর্মী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সহ-সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারণী মাইতি ও সহ-সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, খড়্গপুর গ্রামীনের বিধায়ক দীনেন রায়, সংগঠনের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামসুন্দর সৎপতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ আরো অনেকে।
সভায় সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, শহরে বসে থাকলে সংগঠন করা যাবে না, গ্রামে-গ্রামে গিয়ে মানুষের কথা শুনতে হবে, কৃষকদের সমস্যা শুনতে হবে, কৃষকদের সমস্যা সমাধানের জন্য সংগঠনের নেতৃত্বদেরকে জানাতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন, কৃষকরা সেই প্রকল্পগুলির সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। কৃষকদের পাশে রাজ্যের মা মাটি মানুষের সরকার রয়েছে আগামী দিনেও থাকবে। কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস সংগঠনকে আরো মজবুত করে তোলার জন্য তিনি সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের কাছে আহ্বান জানান।