প্রতিবছর গ্রীষ্মকাল পড়লেই জঙ্গলমহলে দেখা যায় পানীয় জলের সমস্যা। ঝাড়গ্রাম ব্লকের পিডরাতে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জলের সঙ্কট চলছে। একাধিক বার প্রশাসন কে জানিয়ে হয়নি কোনো সুরাহা। এই পানীয় জলের সঙ্কট মোচনে মানুষের ত্রাতা হয়ে এগিয়ে এলেন দেশ সেবার কাজে নিযুক্ত সিআরপিএফের মহিলা জওয়ানরা।
জানা গেছে, গরমকাল পড়তেই প্রতিবছর এই এলাকায় তীব্র জলের সমস্যা দেখা যেতো, এর আগেও পানীয় জলের সমস্যা নিয়ে স্থানীয় প্রশাসনকে জানালেও সমস্যার সমাধান হয় নি। সেই সমস্যার কথা জানতে পেরে এলাকার মানুষের কথা ভেবে ঝাড়গ্রাম ব্লকের পিডরা গ্রামে সিআরপিএফ-এর মহিলা বাহিনীর পক্ষ থেকে বসানো হয় একটি সাবমারসিবল। বুধবার সিআরপিএফ-এর ১৩২ নং মহিলা বাহিনীর উদ্যোগে ঝাড়গ্রাম ব্লকের পিডরা এলাকাবাসীদের জন্য বসানো পানীয় জলের সাবমারসিবল পাম্পটির উদ্বোধন করা হয়। এরফলে খুশি ওই এলাকার বাসিন্দারা। তারা সিআরপিএফ-এর মহিলা বাহিনীর জওয়ানদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।