Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket
Reddit

এবার লাইভ অনুষ্ঠানে, টিভি ভাঙলেন সঞ্চালক!

এবার লাইভ অনুষ্ঠানে, টিভি ভাঙলেন সঞ্চালক!

এ যেন উলট-পুরাণ! এতদিন পাকিস্তানে টিভি ভাঙা নিয়ে কম কটাক্ষ করা হয়নি। এবার সেটারই কি আমদানি হল ভারতে? ইউটিউবে আইপিএলের আলোচনা চলাকালীন টিভি ভাঙলেন খোদ সঞ্চালক। আর সেটা লখনউ সুপার জায়ান্টসের ঋষভ পন্থের উপর রাগ করে।

বৃহস্পতিবার আইপিএলে ম্যাচ ছিল লখনউ বনাম হায়দরাবাদের। সেখানে অবশ্য সহজেই জেতে এলএসজি। কিন্তু এই ম্যাচেও রান পাননি ঋষভ পন্থ। প্রথম ম্যাচে ৬ বলে শূন্য রান করেন। আর কামিন্সদের বিরুদ্ধে ১৫ বলে ১৫ রান করে ফেরেন।

তাতেই ক্ষোভে ফেটে পড়েন ইউটিউবের আলোচনার সঞ্চালক। পন্থ আউট হতেই মেজাজ হারান তিনি। সেই সময় তিনি বলেন, “আইপিএল চলছে। পন্থের কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে। কিন্তু সত্যি কথা বলতে, ও কী করবে সেটাই বুঝতে পারছে। ওকে আর ভরসা করা যায় না। ওর মতো অধিনায়ক আমাদের দরকার নেই।” তারপরই টিভিতে কিছু একটা ছুড়ে মারেন। সঙ্গে সঙ্গে টিভিটা ভেঙে যায়। সামনে থাকা টেবিলটিতেও ধাক্কা মারেন তিনি।

উপস্থিত অন্যান্য আলোচকরা হেসে ফেলেন এই ঘটনায়। মসকরা করছেন নেটিজেনরাও। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। যেখানে অনেকে পাকিস্তানের সঙ্গে তুলনাও টেনে আনছেন। আসলে ভারত-পাকিস্তান দ্বৈরথে পাক বাহিনী হারলে টিভি ভাঙার ঘটনা শোনা যায়। কিন্তু ভারতে, বিশেষ করে আইপিএলের ম্যাচ ঘিরে এরকম ঘটনা কস্মিনকালে ঘটেছে কি?

READ MORE.....

READ MORE

Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani
Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani