নিত্যদিন কাঁকসা ও আউশগ্রামের বিভিন্ন প্রান্তে জঙ্গলে আগুন লাগার ঘটনায় চিন্তায় পড়েছে বন দফতর। মাঝে মধ্যেই জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটছে। তবে এই আগুন নিজে থেকে লাগছে না। কেউ বা কারা অসৎ উদ্যেশ্য নিয়েই জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে বলে দাবি বন দফতরের। যদিও এই আগুন লাগার হাত থেকে জঙ্গল কে বাঁচাতে বন দফতরের পক্ষ থেকে মাঝে মধ্যেই জঙ্গল লাগোয়া গ্রাম গুলিতে ক্যাম্প করে সেখানকার মানুষদের সচেতন করার কাজ করা হলেও কোনো ভাবেই আগুন লাগানো বন্ধ করা যাচ্ছে না। শনিবার দুপুরে কাঁকসার ধোবারু এলাকার জঙ্গলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।
রাজ্য সড়কের দুই ধারে আগুন লাগার ফলে রাজ্য সড়ক ধোঁয়ায় ঢেকে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। চলছে গ্রীষ্ম কাল। কাঁকসার ঘন জঙ্গলে গাছ থেকে ঝরে পড়ছে পাতা। সেই জমে থাকা পাতায় কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে বন দফতরকে খবর দিলে বন কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। জানা গিয়েছে, এই জঙ্গলে রয়েছে ব্যাপক সংখ্যায় ময়ূর, বিভিন্ন প্রজাতির পাখি, নানান জীবজন্তু। জঙ্গলে আগুন লাগার ফলে বন সম্পদের ক্ষতির পাশাপাশি পশু পাখির মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে দু’কিলোমিটার জুড়ে জ্বলতে থাকা আগুন গিয়ে পৌঁছায় ধোবারু গ্রামের কাছে। যদিও বন কর্মীরা এদিন মেশিনের সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।