রামনগর ২ ব্লকের সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের মাধ্যমে পঠন-পাঠন শুরু হল শনিবার। ফিতা কেটে উদ্বোধন করলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের সটিলাপুর পঞ্চায়েতর সাতবাটিয়া প্রাথমিক বিদ্যালয়ে উন্নত মানের পড়াশোনার জন্য স্মার্ট ক্লাসের শুভ সূচনা হল। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্মার্ট ক্লাস চালু হলো, বিধায়ক নিজে উপস্থিত থেকে স্মার্ট ক্লাসের শুভ সূচনা করেন এবং ছাত্রছাত্রীদের সাথে কথাবার্তা বলেন। উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় আমার বিধানসভার কেন্দ্রের মধ্যে, আজকে স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো, স্মার্ট ক্লাস দুই রকমের আছে একটা প্রজেক্টর মেশিন দিয়ে করানো, আরেকটা মোবাইলের মাধ্যমে সেই মেশিন টাকে অপারেট করা। মোবাইল দিয়ে অপারেট করা মেশিনটির মাধ্যমে স্মার্ট ক্লাসটি শুরু হল এবং এমএলএ ফান্ড থেকে চার লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬৭ জন এবং শিক্ষক দুইজন।
প্রধান শিক্ষক সোমেন কুমার মান্না বলেন, আমাদের স্বপ্ন ছিল ছাত্র-ছাত্রীদের ভালো কিছু করানো। শিক্ষকরা নিজেরাই উদ্যোগ নিয়ে স্মার্ট টিভি কিনে স্মার্ট ক্লাস শুরু করেছেন। বিধায়ক আজকে তার শুভ উদ্বোধন করলেন। বিধায়ক শুধু উদ্বোধন নয় চার লাখ টাকার ফান্ড দিলেন। ছাত্র-ছাত্রীদের স্মার্ট ক্লাসে আগ্রহ বাড়বে। ছাত্র-ছাত্রী সূত্রে জানা যায় ছাত্রছাত্রীরা খুব আনন্দিত, স্মার্ট ক্লাস খুব ভালো লাগছে, এদিন ইংরেজি বিষয়ে পড়ানো হয়েছিল। বিভিন্ন ফল নিয়ে স্মার্ট ক্লাসে আলোচনা হয়েছি। অভিভাবক বৃন্দ বলেন, আমরা খুশি ছাত্র-ছাত্রীদের ভালো হবে, উন্নত হবে, শিক্ষকদের উদ্যোগকে ধন্যবাদ জানান। শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের নিজের মতো করে ভাবেন। ছাত্র-ছাত্রী আরো বাড়তে পারে।