বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় অভিযুক্ত বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলাম জামিনের আবেদন করেছিলেন আদালতে। শুক্রবার মুম্বই পুলিশ সেই আবেদনের কড়া বিরোধিতা করে জানায়, অভিযুক্তের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে, সেটিই সইফের উপর হামলায় ব্যবহৃত হয়েছিল বলে প্রমাণ মিলেছে। এই পরিস্থিতিতে তাকে জামিন দেওয়া হলে তা মামলার পক্ষে ক্ষতিকর হতে পারে বলে পুলিশের আশঙ্কা।
শরিফুল ইসলাম শেহজ়াদ মহারাষ্ট্রের ঠাণের একটি শ্রমিকপল্লি থেকে গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গভীর রাতে বান্দ্রার একটি অভিজাত আবাসনে চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় অস্ত্র হাতে আক্রমণ করেন সইফ আলি খানকে। আরও একটি গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে— বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছিলেন তিনি। সইফের উপর হামলার ঘটনায় তিনি গত দুই মাস ধরে সংশোধনাগারে বন্দি রয়েছেন। পুলিশ আশঙ্কা করছে, জামিনে মুক্তি পেলে তিনি মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করতে পারেন।
শুক্রবার আদালতে পুলিশ জানায়, সইফের শরীর থেকে উদ্ধার হওয়া অস্ত্রের অংশ ও ঘটনাস্থলে পাওয়া আলামত মিলিয়ে দেখা গিয়েছে, সবকটি একই ছুরির অংশ। ফরেনসিক বিশ্লেষণেও সেই তথ্যই উঠে এসেছে। যা থেকে স্পষ্ট, শরিফুলের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রই এই হামলায় ব্যবহার হয়েছিল।
অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী আদালতে দাবি করেন, তদন্ত প্রায় শেষের দিকে, কেবল চার্জশিট পেশ করা বাকি। তিনি আরও জানান, শরিফুল শুরু থেকেই তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন এবং তাকে আরও পুলিশি হেফাজতে রাখার প্রয়োজন নেই। সব দিক বিবেচনা করে আদালত মামলার পরবর্তী শুনানির দিন ৯ এপ্রিল ধার্য করেছে।