বিরাট কোহলির জনপ্রিয় ‘নোটবুক সেলিব্রেশন’ অনুকরণ করতে গিয়েই বারবার বিপাকে পড়ছেন লখনৌ সুপার জায়ান্টসের তরুণ পেসার দিগ্বেশ সিং রাঠি। এই সপ্তাহে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রথমবার এই সেলিব্রেশন করার জন্য তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয় এবং দেওয়া হয় একটি ডিমেরিট পয়েন্ট। ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করার পর ওই সেলিব্রেশন করেন দিগ্বেশ।
তবে প্রথম শাস্তির পরও শিক্ষা হয়নি এই ২৩ বছর বয়সি পেসারের। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেও একইভাবে নমন ধীরকে আউট করে ‘নোটবুক সেলিব্রেশন’ করেন তিনি। ধীর তখন ভালো ছন্দে ব্যাট করছিলেন, ২৪ বলে করেছিলেন ৪৬ রান। তাঁকে ফিরিয়ে দিগ্বেশ ফের সেই বিতর্কিত ভঙ্গিতে উদ্যাপন করেন।
ফলে ফের কড়া পদক্ষেপ নেয় আইপিএল কর্তৃপক্ষ। এবার ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি আরও ২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। অর্থাৎ মোট ৩টি ডিমেরিট পয়েন্ট জমা হয়েছে রাঠির নামে। নিয়ম ভাঙার এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর শাস্তি পেতে পারেন তিনি।
এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছেন লখনৌ অধিনায়ক ঋষভ পন্থও। তাঁকে গুনতে হবে ১২ লাখ টাকা জরিমানা। চলতি আইপিএলে এটি লখনৌয়ের প্রথম ওভার রেট লঙ্ঘন। যদিও ম্যাচ চলাকালীন ঋষভকে বারবার বোলারদের তাড়াতাড়ি বল করার নির্দেশ দিতে দেখা যায়।
তবে সব মিলিয়ে ম্যাচে হাসি লখনৌয়েরই মুখে। মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে তারা।