ইউরোপীয় ফুটবলে নিজের মাঠে বায়ার্ন মিউনিখ একপ্রকার অজেয়। টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও সেটাই প্রমাণ করে। তবে সেই দুর্ভেদ্য দুর্গেই এবার ছিদ্র ধরাল ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ২-১ গোলে হারিয়ে বড়সড় ধাক্কা দিল ইতালিয়ান ক্লাবটি।
ম্যাচের শুরুতে অবশ্য কল্পনাও করা যায়নি এমন কিছু ঘটতে চলেছে। পুরো প্রথমার্ধে আক্রমণে ঝড় তুলেছিল স্বাগতিক বায়ার্ন। ইয়ান সোমারের গ্লাভসে বারবার আটকে যায় ওলিসে-কেইনের প্রচেষ্টা। বিশেষ করে ২৬ মিনিটে ওলিসের পাসে মাত্র ৮ গজ দূর থেকে কেইনের নেওয়া শট গোলপোস্টে লেগে বাইরে চলে গেলে হতাশায় মাথা নিচু করে জার্মান স্ট্রাইকার।
তবে ইন্টারও পিছিয়ে ছিল না। আগুস্তোর একটি প্রচেষ্টা সাইডনেট কাঁপানোর পর আক্রমণে ধার বাড়ায় তারা। নিকো বারেল্লার নিখুঁত পাসে লাওতারো মার্তিনেজ পড়ে গেলেও, ঠিক পরের মুহূর্তেই জালের ঠিকানা খুঁজে পান আর্জেন্টাইন তারকা। মাঝমাঠ থেকে বল এনে আগুস্তোকে বাড়ানো, আগুস্তোর নিচু ক্রস থুরামের ব্যাকহিল—সবশেষে আবার মার্তিনেজের গোল! এক কথায় দুর্দান্ত।
তবু হাল ছাড়েনি বায়ার্ন। দ্বিতীয়ার্ধে থমাস মুলারের মাঠে নামার সঙ্গে সঙ্গেই ম্যাচে ফিরে আসে তারা। কানরাড লাইমারের ক্রস থেকে মুলারের গোলে সমতা ফেরে। তখন মনে হচ্ছিল, ম্যাচ বায়ার্নের দিকেই যাচ্ছে।
কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় শেষ দিকে। বাঁ দিক ধরে দৌড়ে আসা আগুস্তোর দুর্দান্ত পাসে গোল করে যান দাভিদ ফ্রাত্তেসি। ২-১—ইন্টার ফের এগিয়ে।
চাপের মুখে বায়ার্নের রক্ষণ ভেঙে পড়ে। ইনজুরি সমস্যায় জর্জরিত তারা। আলফোনসো ডেভিস, জামাল মুসিয়ালা, উপামেকানোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে দলটি।
এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে মিউনিখেই। ঘরের মাঠে ফাইনাল খেলার স্বপ্ন বায়ার্নের। তবে সেই স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এখন সান সিরোতেই জয় তুলে আনতে হবে তাদের। নইলে স্বপ্ন শেষ আটেই থেমে যাবে।