ব্লক অফিসের গেটের সামনে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির। মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ বিজেপির। চাকরি চুরির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে বিজেপি। দুবরাজপুরের বিজেপি কার্যালয় থেকে ব্যানার, পোস্টার, পতাকা হাতে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে। মিছিল পৌঁছায় দুবরাজপুর ব্লক অফিসের কাছে। ব্লক অফিসের গেটের সামনে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির নেতা কর্মীরা। তবে রাস্তার একদিকে ছোট গাড়ি চলাচল করেছে। এই মিছিলে পা মেলান বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, বিজেপির দুবরাজপুর মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ সহ আরোও অনেকে।
প্রায় ২৬ হাজার চাকরি চুরির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অন্ধকার। ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোথায়। এর জন্য দায়ি পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উত্তর দিতে হবে। না হলে গদি ছাড়তে হবে। আগামী দিনে চাকরি হারাদের জন্য আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো।