সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের চাকরি বাতিল হয়েছে। আর এর পেছনে বিজেপি এবং সিপিএমের যৌথ ষড়যন্ত্র আছে। আর এই ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার বিকেলে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উলুবেড়িয়া শহরে এক ধিক্কার মিছিল করা হল।
এদিন বিকেলে উলুবেড়িয়া পৌরসভার সামনে থেকে মিছিল বের হয়ে লকগেট মোড় পর্যন্ত যায়। এই মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। এদিনের এই মিছিলে উলুবেড়িয়া কলেজের অনেক ছাত্র-ছাত্রী অংশ নিয়েছিল।