কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে বাজ পড়ে ক্ষতি হল পরপর তিনটি বাড়িতে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা গ্রামের নতুনডাঙ্গা এলাকায়। এদিন সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ আচমকা শুরু হয় ঝড়-বৃষ্টি। বজ্রপাতের ঘটনাও ঘটে। গোগলা গ্রামের নতুনডাঙ্গার হাটতলা সংলগ্ন এলাকায় বাজ পড়ে ক্ষতি হয় তিনটি বাড়িতে। বাড়ির ছাদ, দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়, সেই সাথে পুড়ে যায় বিদ্যুতের সরঞ্জাম। দুর্ঘটনার খবর পেয়েই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শাসকদলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ঘটনাস্থলে পৌঁছন।
তিনি বলেন, বাড়ির ক্ষতি হলেও বাড়ির লোকজনের কোন ক্ষতি হয়নি। বাজ পড়ার পর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। দ্রুততার সাথে বিদ্যুৎ মেরামতের কাজ করে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে। গৌতমবাবু জানান, মাদারবুনিতে হরিনাম সংকীর্তন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে যে কোন পরিস্থিতিতে বরাবরের মতোই তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে ও তাঁদের দলের কর্মীদের এভাবে পাশে পেয়ে বুকে বল পায় এলাকার মানুষ, জানান স্থানীয়রা।