মুর্শিদাবাদে ‘তাণ্ডব’ নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সঙ্গে মানুষকে গুজব ও কোনও প্ররোচনায় পা না দেওয়ার আর্জি জানিয়েছেন ডিজি। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত মুর্শিদাবাদ। জঙ্গিপুরের পর শুক্রবার সুতি, সামশেরগঞ্জে উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বোমাবাজি। অগ্নিসংযোগ, পুলিশেরকে মার।
পালটা লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটানো, ২ জনের গুলিবিদ্ধর ঘটনা। শেষে বিএসএফের রুট মার্চ। সকালে নতুন করে উত্তেজনা। সামশেরগঞ্জের ধুলিয়ানে তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বাড়িতে ভাঙচুর, দোকান পাঠে আগুন। শনিবার ফের গুলিতে আহত ২ যুবক। সবমিলিয়ে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদে। তা নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করে কড়া বার্তা দেন রাজীব কুমার।