বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেপ্তারের দাবিতে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ জানালো তৃণমূল ছাত্র পরিষদ। পূর্বে ঘটে যাওয়া অশান্ত ছবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার এক্স সেন্ডেলে পোস্ট করে সমস্যার সৃষ্টির চেষ্টা করছেন বাংলায় বলে অভিযোগ। তবে তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, এই সমস্ত ঘটনায় আগেকার এবং তা নতুন করে রাজনৈতিক রং লাগানোর জন্য পোস্ট করা হচ্ছে।
একদিকে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অন্যদিকে বাংলার প্রধান বিরোধী দলের সভাপতি তার হাতে ধরে রাজ্য এবং রাজ্যের মন্ত্রীর নামে কুৎসা রটানো হচ্ছে। এর প্রতিবাদে সোমবার মধ্যমগ্রাম থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ জনিয়ে অবিলম্বে তাঁর গ্রেপ্তারের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এবং থানার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সুকান্ত মজুমদারের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেওয়া হয় তৃণমূল ছাত্র ছাত্র পরিষদের পক্ষ থেকে।