দিল্লি যাচ্ছেন ‘যোগ্য’ চাকরিহারারা । সোমবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে বাসে করে দিল্লি রওনা হলেন তাঁরা। বাসে ওঠার সময় নিশানা করলেন ‘অযোগ্য’দের। বললেন, “অযোগ্যদের জন্য আমাদের চাকরি গেল। নিয়োগ প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা ‘যোগ্য’ তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বারবার জানান, ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না। একাধিক বিকল্প পরিকল্পনা করা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলেছিলেন। বলেছিলেন, “কাজ করে যান। বাচ্চাদের শিক্ষা দিন। ২ টো মাস কষ্ট করুন।” তাতেও আন্দোলন থামেনি। ডিআই অফিস অভিযান করেন চাকরিহারাদের একাংশ। অনশনের পথেও হাঁটেন। যদিও অনশন প্রত্যাহারও করেছেন তাঁরা। এরই মাঝে রবিবার ‘যোগ্য’দের তালিকা স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়েছে এসএসসি। এদিকে রাজ্যের শত আশ্বাসেও শঙ্কামুক্ত হতে পারছেন না ‘যোগ্য’রা। ফলে আন্দোলন চলছে। রবিবার রাতে সাংবাদিক বৈঠক করে আগামী ২০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিহারারা।
আজ, আম্বেদকরের জন্মজয়ন্তীতে বিভিন্ন আইনজীবী ও প্রাক্তন বিচারকদের নিয়ে বিশেষ কর্মসূচি। ওয়াই চ্যানেলে চলছে ধরনা। সেই ধরনামঞ্চ থেকেই বাসে দিল্লির উদ্দেশে রওনা হলেন ৬০ ‘যোগ্য’ চাকরিহারা। বাসে ওঠার সময় তাঁরা বললেন, “আমাদের চাকরিটা চলে গেল ওদের জন্য যাঁরা বেনিয়ম করে চাকরি পেয়েছেন।”