৫০ থেকে ৬০ হাজার লোক নিয়ে প্রতিটি ব্লকে ব্লকে মিটিং করা হবে। ব্লক সভাপতি ও বিধায়কদের সাথে আলোচনা করে। আগামী জেলা মিটিং-এ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অনুব্রত। এদিন বীরভূমের নলহাটিতে মুরারই, হাসন, ময়ূরেশ্বর, নলহাটি ৪টি বিধানসভার নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক সভা করে জানালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রতিটা নির্বাচনে রাজনৈতিক মহলের নজর থাকে বীরভূমের দিকে। বীরভূম বরাবরই তৃণমূল এগিয়ে থাকে রাজনৈতিক কর্মসূচি দিক থেকে। ২৬-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আবার জেলায় ব্লকে ব্লকে মিটিং করতে বেরোবেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার বীরভূমের নলহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল জানান, আগামী ২৭ তারিখ তৃণমূলের জেলা কমিটির বৈঠক।
সেখানেই ব্লক সভাপতি এবং বিধায়কদের সাথে আলোচনা করেই আমি জেলায় মিটিংয়ে বেরোবো। জেলার প্রতিটি ব্লকে ৫০ থেকে ৬০ হাজার লোক নিয়ে মিটিং করব। যে ব্লকে মিটিং হবে সেই বিধানসভার বিধায়ক ও ব্লক সভাপতিরা উপস্থিত থাকবে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, প্রতিবেশী জেলা মুর্শিদাবাদ নিয়ে মুখ্যমন্ত্রী অবগত রয়েছেন। সবটাই উনি দেখছেন। চিন্তা করার কোনো কারণ নেই। বীরভূম নিয়ে ভাবতে হবে না। এ জেলা শান্তপ্রিয়। সম্প্রীতির জেলা, হিন্দু-মুসলমান সব একসাথে থাকে। জেলাতে আমার কথায় শাসন ব্যবস্থা চলে।