রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীর যেন ভালো থাকে। সারা বছর যেন সুস্থ থাকেন। মঙ্গল কামনা করে তারাপীঠ মন্দিরে মা তারা কে পুজো দিলেন ডাব্লুবিএসআরডিএ চেয়ারম্যান তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বাংলা নতুন বছরে প্রথম দিনে মন্দিরে মন্দিরে ভিড়। সকলেই পুজো দিয়ে বছরের প্রথম দিনটি শুরু করতে চাইছেন। ঠিক সেই ভাবেই এদিন বিকালে বীরভূমের শক্তিপিঠ হিসেবে পরিচিত তারাপীঠে মেয়ে সুকন্যা কে নিয়ে হাজির অনুব্রত মণ্ডল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মেয়ে সুকন্যা মণ্ডল এবং প্রয়াত স্ত্রীর নামে পুজো দেন জেলা তৃণমূল সভাপতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল জানান, বাংলা নতুন বছর। তারাপীঠ মন্দির এসে মা তারাকে পুজো দিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন সেই প্রার্থনা করলাম। পাশাপাশি আমার মেয়ে সুকন্যা মণ্ডল ও প্রয়াত স্ত্রীর নামেও পুজো দিয়েছি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তারাপীঠে একটা বড় হোমযজ্ঞ করার পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট লোকজনদের সাথে কথা হয়েছে।