মুর্শিদাবাদের অশান্তিতে খুন হওয়া বাবা-ছেলের বাড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখা করলেন নিহত বাবা-ছেলের পরিবারের সদস্যদের সঙ্গে। রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এদিকে বাড়ি থেকে বেরতেই রাজ্যপালকে ঘিরে এলাকায় বিএসএফ ক্যাম্প করার দাবিতে প্ল্যাকার্ড হাতে দাবি জানাতে থাকেন স্থানীয়রা।
বিষয়টি রাজ্যকে জানাবেন বলে জানিয়েছেন তিনি। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি মুর্শিদাবাদে বিক্ষোভ কার্যত ‘গুন্ডামি’র আকার নেয়। পরিস্থিতি শান্ত হতে গতকাল শুক্রবার মালদহে রওনা দেন রাজ্যপাল। শনিবার সকালে তিনি দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা-ছেলে হর গোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান। তাঁকে দেখেই স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার। সাত্ত্বনা দেন রাজ্যপাল।