একটি নামী কোম্পানির নকল নুন ধরতে অভিযান আসানসোল-দূর্গাপুর পুলিশের ইবি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। সোমবার হিরাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বার্নপুরের একটি দোকানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে অভিযান চালানো হয়। ঐ দোকান থেকে ঐ কোম্পানির একটি নুনের বস্তা সিজ করেন ইবি’র আধিকারিকরা। তারা দোকান মালিক সঞ্জয় কুমার বার্নওয়ালের সঙ্গে কথা বলে জানতে চান, এই নুনের বস্তা তিনি কোথা থেকে কিনেছেন। অভিযানের পরে এ বিষয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক অঞ্জন কুমার দাসগুপ্ত বলেন, আমাদের কাছে খবর আছে যে একটি নামী কোম্পানির নকল নুন তৈরি ও বাজারে বিক্রি করা হচ্ছে।
এই বিষয়টি মাথায় রেখেই এদিন এই অভিযান চালানো হয়েছে। তিনি আরে বলেন, এর আগে কুলটি এলাকায় অভিযান চালানো হয়েছিলো। এদিন এখানে অভিযান চালানো হয়েছে। এই দোকান থেকে নুনের প্যাকেট সহ বস্তা সিজ করা হয়েছে। তা পরীক্ষা করে দেখা হবে। এই প্রসঙ্গে দোকান মালিক বলেন, এদিন কিছু লোক আমার দোকানে অভিযান চালায়। তারা কিছু বলতে অস্বীকার করে। তাদের সঙ্গে পুলিশ ছিলো। তবে তারা একটি কোম্পানির নুনের প্যাকেট বাজেয়াপ্ত করে তাদের সাথে নিয়ে গেছে। যাওয়ার সময় তারা সিজার তালিকা দিয়ে গেছে। তারা বলে গেছেন যে এই নুন পরীক্ষা করা হবে। যদি এই নুন ঠিক থাকে তাহলে ফেরত দেওয়া হবে।