ভ্যাটিকান সূত্রে জানানো হয়েছে, সোমবারই তাঁর মৃত্যু হয়েছে। রবিবার ইস্টার পালন করেছিলেন তিনি। গাজায় যুদ্ধ বন্ধের ডাকও দিয়েছিলেন। কিন্তু পরের দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৮৮ বছর বয়সি পোপ। তবে অসুস্থতা সত্ত্বেও সকলকে চমকে দিয়ে রবিবার ইস্টারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
গত ফেব্রুয়ারি মাসেই সংকটজনক অবস্থায় ইটালির হাসপাতালে ভর্তি করা হয়েছিল পোপ ফ্রান্সিসকে। ২১ বছর বয়সে তার একটি ফুসফুসের অংশ বাদ দিতে হয়। যার জেরে সমস্যা ছিলই। সম্প্রতি সেটাই গুরুতর আকার নেয়। শারীরিক পরীক্ষানিরীক্ষা করে জানা যায়, তাঁর দুটি ফুসফুসই নিউমোনিয়ায় আক্রান্ত। পাশাপাশি বুকের এক্স-রে ও আরও যে সব পরীক্ষা করানো হয়েছিল তার রিপোর্টও খুব একটা স্বাভাবিক ছিল না।