রবিবার বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন তুফান মাহাতো। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় দলের জেলা কার্যালয়ে নবনির্বাচিত দলের জেলা সভাপতি তুফান মাহাতোকে সংবর্ধনা জানায় দলের নেতা ও কর্মীরা। রামচন্দ্রের ছবি সহ ফুলের তোড়া ও উত্তর দিয়ে তাকে সংবর্ধনা জানায় বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সাতটি বিধানসভা এলাকার ও ঝাড়গ্রাম পৌরসভা এলাকার নেতৃত্ব ও কর্মীরা।
সোমবার দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নবনির্বাচিত জেলা সভাপতি তুফান মাহাতো, বিজেপির ঝাড়গ্রাম জেলার মিডিয়া ইনচার্জ প্রশান্ত মজুমদার, ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ের অফিস সেক্রেটারি ঝন্টু সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার অন্তর্গত ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর, পুরুলিয়ার বান্দোয়ান এবং পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ও শালবনি বিধানসভা থেকে দলীয় নেতৃত্বরা নবনির্বাচিত জেলা সভাপতি কে সংবর্ধনা জানায়।
বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি তুফান মাহাতো বলেন, ২০২১ সালে প্রথম দলের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করি। পুনরায় দল দ্বিতীয়বারের জন্য আমাকে দলের জেলা সভাপতি মনোনীত করায় আমি দলের নেতৃত্বদের যথাযোগ্য সম্মান জানায়। দলের নেতৃত্ব আমার উপর যে আস্থা রেখেছে তার জন্য তিনি দলকে শক্তিশালী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং চাকরি চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দলের নেতা ও কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংঘর্ষ করবেন।