Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket
Reddit

হজ যাত্রীদের ভ্যাকসিন প্রদান

হজ যাত্রীদের ভ্যাকসিন প্রদান

হজ যাত্রীদের জন্যে ইনফ্লুঞ্জা, মেনিনজাইটিসের ও পোলিও টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার, যা কার্যকর হয়েছে ২০২৫ ফেব্রুয়ারি থেকে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, যারা ওমরাহ বা হজ করতে যাবেন, কিম্বা ভিজিট ভিসায় মক্কা, মদিনা, জেদ্দা ও তাইফে যাবেন, সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে, এটি সৌদি আরবে প্রবেশের জন্য একটি প্রয়োজনীয়তা। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে। আর সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার কথা মাথায় রেখে মঙ্গলবার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যেগে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে কাকদ্বীপ, নামখানা, কুল্পি, ডায়মন্ড হারবার, সাগর সহ জেলার আরো বেশি কিছু জায়গা থেকে এই প্রথম প্রায় ১৪১ জন হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়ার আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মোঃ সাদিক মল্লিক, ডায়মন্ড হারবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত কুমার সুকুল, এছাড়াও এই ভ্যাকসিন ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেপুটি সিএমওএইচ ডাঃ সোনালী দাস, ও ডাঃ আকবর হোসেন মেডিকেল অফিসার পঞ্চগ্রাম হাসপাতাল, বিশিষ্ট সিনিয়ার সাংবাদিক কিংশুক ভট্টাচার্য। এছাড়াও ভ্যাকসিন ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ মাহবুব হোসেন, ডাঃ আলিফ ইসলাম, ডাঃ সৌরভ হালদার সহ সকল স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি সরকার অনুমোদিত কোয়াড্রাইভ্যালেন্ট পলিস্যাকারাইড ভ্যাকসিন অথবা কোয়াড্রাইভ্যালেন্ট কনজুগেটেড ধরনের নিতে হবে। এর মধ্যে পলিস্যাকারাইড টিকার কার্যকারিতা ৩ বছর আর কনজুগেটেড টিকার কার্যকারিতা ৫ বছর।

এই সময়ের মধ্যে কেউ এই দুই ধরনের টিকা নিয়ে থাকলে তার আর নতুন করে টিকা নিতে হবে না। দুই বছরের কম বয়সী ভ্রমণকারীর জন্য মেনিনজাইটিসের টিকার বাধ্যবাধকতা থাকবে না। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ সাদিক মল্লিক জানান, প্রতি জেলায় সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়। এ বোর্ডের মাধ্যমেই ব্যবস্থা করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার। স্বাস্থ্য পরীক্ষা ও মেনিনজাইটিস প্রতিরোধক টিকা, যা বাধ্যতামূলক, এ বোর্ডের মাধ্যমেই প্রদান করা হয়। স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে এ বোর্ড থেকে আপনাকে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

জেলা পর্যায়ে এ কাজটি সম্পূর্ণ করা সম্ভব না হলে পরবর্তীতে হজ্জ ক্যাম্পে এসে সম্পূর্ণ করবেন, এ সনদ ব্যতীত হজে যাওয়া সম্ভব হবে না। ডায়মন্ড হারবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত কুমার শুকুন তিনি বলেন, যারা হজ করতে যান, তাদের বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা নিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই টিকা হজযাত্রীদের বিনামূল্যে সরবরাহ করে। এখন হজ করতে যাওয়া ব্যক্তিদের জন্য সেটি বাধ্যতামূলক করা হয়েছে। ডাঃ আকবর হোসেন তিনি বলেন, ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যেগে হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়ার জন্য প্রশংসনীয় ভূমিকা পালন করলেন। ডেপুটি সিএমওএইচ ডাঃ সোনালী দাস জানান, হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের মেনিনজাইটিস এসিওয়াই ডব্লিউ টিকা নেওয়া বাধ্যতামূলক। এই টিকা হজ যাত্রার আগে নেওয়া উচিত এবং এটি সৌদি আরবে প্রবেশের জন্য একটি প্রয়োজনীয়তা। পাশাপাশি আগত হজ যাত্রীরা ভ্যাকসিন নিতে এসে ভালো পরিষেবা দেওয়ার জন্য তারা ডাক্তারদের ও মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ-কে ধন্যবাদ জানান।

READ MORE.....

READ MORE

Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani
Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani