মুর্শিদাবাদ মালদহ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে অন্ডালে মিছিল ও ধর্না কর্মসূচি করলো বিজেপি। মঙ্গলবার বেলা দশটা নাগাদ অন্ডালের সাউথ বাজারের হরি মন্দির থেকে মিছিলটির সূচনা হয়। শেষ হয় চিত্তরঞ্জন ক্লাবের কাছে। সেখানে ধর্নায় বসেন বিজেপি নেতা কর্মী-সমর্থকেরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি দেবতনু চ্যাটার্জী, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুড়ুই সহ অন্যরা।
এদিনের বিক্ষোভ মিছিলে লক্ষণবাবু বলেন, মুর্শিদাবাদের একাধিক জায়গা সহ রাজ্যের অন্যান্য জায়গায় হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। এই রাজ্যে নিরাপত্তাহীনতায় ভুগছে হিন্দুরা। তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম কোন রাজনৈতিক দল হিন্দুদের সমর্থনে এগিয়ে আসেনি। কেউ হিন্দু নির্যাতনের প্রতিবাদে সরব হয়নি। একমাত্র বিজেপি হিন্দুদের পাশে রয়েছে। হিন্দুদের একজোট হওয়ার ডাক দেন এদিনের কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতারা।