মঙ্গলবার পহেলগাঁওয়েই ছিলেন ওঁরা! উৎকন্ঠায় পরিবার। কাশ্মীরে পর্যটকের উপরে জঙ্গি হানায় প্রাণ গিয়েছে একাধিক পরিবারের সদস্যদের, ঘটনায় আহতর সংখ্যাও অনেক। টিভির পর্দায় চোখ রাখলেই ভেসে আসছে মুর্হুমুহ আপডেট। এরই মাঝে উৎকন্ঠায় বালুরঘাটের এক পরিবার। বালুরঘাট শহরের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা মৃণাল চন্দ্র মন্ডলের ছেলে অনুরাগ মন্ডলের সাথে দীপান্বিতা দে-র বিবাহ হয় চলতি বছরের গত ১৬-ই এপ্রিল। বিয়ের পর নবদম্পতি মধুচন্দ্রিমায় গিয়েছে কাশ্মীর। প্যাহেলগাও-তে জঙ্গি হানার দিন ওই নবদম্পতি ছিল প্যাহেলগাওতেই। ফলে প্যাহেলগাওতে পর্যটকদের উপর জঙ্গি হানার ঘটনার খবর পরিবারের কাছে পৌঁছাতেই উদ্বিগ্ন হয়ে পড়ে বালুরঘাটের মন্ডল পরিবারের সদস্যরা। ঘটনার পরেই ফোনে যোগাযোগ করেন তারা তাদের ছেলে অনুরাগের সঙ্গে।
মন্ডল পরিবার সূত্রে খবর, ফোনে অনুরাগ মন্ডল জানান তারা নিরাপদে হোটেলে ফিরতে পেরেছিলেন এবং যার পরবর্তী সময়ে ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে শ্রীনগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই খবরে পরিবারের সদস্যদের সাময়িক স্বস্তি পেলেও ঘরের ছেলে ঘরে না ফেরা অবধি উৎকন্ঠায় রয়েছে মন্ডল পরিবার। এদিন অনুরাগ মন্ডলের মা মিনতি মন্ডল জানিয়েছেন তার ছেলে এবং পুত্র বধুর বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন, তারা বাড়িতে না ফেরা অবধি তারা চাপা উৎকন্ঠায় মধ্যে দিন কাটাচ্ছেন।