বুধবার ভোরে পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ শ্রীধর এলাকা থেকে দুই সন্দেহভাজন মহিলাকে আটকে তাদের সাথে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় ৪৬ কেজি গাঁজা। পরবর্তী সময়ে দুই মহিলাকে গ্ৰেপ্তার করে রায়না থানার পুলিশ। ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে। ধৃত দুই মহিলা বর্ধমান থানার গোলপুকুর রাজা বাগান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ধৃতদের নাম মানু বিবি ও আদুরী যশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই এলাকায় টহল দেওয়ার সময় দুই মহিলাকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর তাদের আটকে তাদের তল্লাশি করে গাঁজা উদ্ধার করে পুলিশ। যদিও ওই গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করা হতো, সেই বিষয়ে কিছু জানা যায় নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।