বিদেশ মন্ত্রক নাগরিকদের পরামর্শ দিয়ে জানিয়েছে, কোনওমতেই আর পাকিস্তান সফরে যাওয়া চলবে না। যাঁরা পাকিস্তানে রয়েছেন, তাঁদেরও অবিলম্বে সে দেশ ছেড়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপ করেছিল মোদী সরকার। এ বার প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিলেরও ঘোষণা করা হল।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানিদের দেওয়া ভারতের বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। তবে যে পাক নাগরিকেরা মেডিক্যাল ভিসা নিয়ে এ দেশে চিকিৎসা করাতে এসেছেন, তাঁদের ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার পরে ওই ভিসা বাতিল হয়ে যাবে। বিদেশ মন্ত্রকের তরফে এ-ও জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট ভিসা বাতিল হওয়ার আগেই ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। পাশাপাশি, ভারতীয়দেরও কিছু পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। নির্দেশিকায় জানিয়েছে, যে ভারতীয় নাগরিকেরা এখন পাকিস্তানে রয়েছেন, তাঁদের অবিলম্বে দেশে ফিরতে হবে। এখন সে দেশে আর সফরও করা যাবে না।