ডোমকল ব্লকের গড়াইমারী থেকে প্রায় কুড়ি হাজার ফেনসিডিলের বোতল উদ্ধার করল পুলিশ। ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকলের গড়াইমারী এলাকার। ওই এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনের দুটি বাড়ি থেকে উদ্ধার হয় এই ফেনসিডিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদে ফেনসিডিল ঢুকেছে এই খবর দেয় বিএসএফ। তারপরেই তল্লাশি শুরু হয়। সেই মত বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেন এসডিপিও শুভম বাজাজ, আইপিএস, বিডিও শঙ্খদীপ দাস এবং ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদার সহ পুলিশের একটি বিশাল টিম।
অভিযানে দুটি ঘরের ভেতর থেকে প্রায় কুড়ি হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘর দুটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকলেও, সম্প্রতি সেখানে মাদক মজুদের কাজ চলছিল বলে সন্দেহ। পুলিশ আরও জানিয়েছে, আনোয়ার সেখের বাড়ি থেকে ফেনসিডিলগুলি উদ্ধার হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।