পহেলগাঁও জঙ্গি হামলায় সরাসরি পাকিস্তানকে দুষেছে ভারত। দুই দেশের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যুদ্ধের দামামা বেজেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। রিপোর্ট বলছে, সামরিক শক্তিতে বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিধর দেশ ভারত। আমেরিকা, রাশিয়া ও চিনের পরই ভারতের অবস্থান। তবে পাকিস্তানের অবস্থান ঠিক কোথায়? একনজরে দেখা নেওয়া যাক, সামরিক ভাবে দুই দেশের বাহুবল। গ্লোবাল ফায়ারপাওয়ারের চলতি বছরের সমীক্ষা অনুযায়ী, বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থ। অন্যদিকে, গত বছরও বিশ্ব তালিকায় ৯ নম্বর স্থানে ছিল পাকিস্তান।
সেখান থেকে চলতি বছরে পাকিস্তান নেমে গিয়েছে ১২ নম্বরে। ভারতের প্রতিরক্ষা বাজেট যেখানে ৬৪০ হাজার কোটি সেখানে পাকিস্তানের মাত্র ৬৫ হাজার কোটি। লোকবলের দিক থেকেও পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারত। ভারতের মোট সেনা ৫১,৩৭,৫৫০। সক্রিয় সেনা ১৪,৫৫,৫৫০। সংরক্ষিত সেনা ১১,৫৫,০০০। আধা সামরিক বাহিনীতে রয়েছে ২৫,২৭,০০০ জওয়ান।
বায়ুসেনা
বিশ্বতালিকায় ভারতের বায়ুসেনার স্থান চতুর্থ। ভারতের কাছে রয়েছে ২,২২৯টি এয়ারক্র্যাফট। সেখানে পাকিস্তানের রয়েছে মাত্র ১,৩৯৯টি। শত্রুর বুকে আঘাত হানতে যে কোনও সময় ওড়ার জন্য প্রস্তুত ভারতের ৫১৩টি যুদ্ধবিমান। সেখানে পাকিস্তানের রয়েছে ৩২৮টি। ভারতের হাতে অ্যাটাকিং যুদ্ধবিমান রয়েছে ১৩০টি, ৮৯৯টি হেলিকপ্টার ও ৮০টি অ্যাটাকিং কপ্টার। সেখানে পাকিস্তানের মাত্র ৯০টি অ্যাটাকিং যুদ্ধবিমান, ৩৭৩টি হেলিকপ্টার ও ৫৭টি অ্যাটাকিং কপ্টার।
স্থলশক্তি
স্থলভাগে শত্রুর তছনছ করে দিতে ভারতের হাতে রয়েছে ৪,২০১টি ট্যাঙ্ক। সেখানে পাকিস্তানের রয়েছে ২,৬২৭টি ট্যাঙ্ক। এছাড়াও ভারতের রয়েছে ১৪৮,৫৯৪টি সাঁজোয়া যান। পাকিস্তানের হাতে রয়েছে ১৭,৫১৬। ভারতের হাল্কা ওজনের কামানের সংখ্যা ৩,৯৭৫টি। সেখানে পাকিস্তানের রয়েছে ২,৬২৯টি। হাল্কা ওজনের বহনশীল রকেট সিস্টেম ভারতের যেখানে রয়েছে ২৬৪টি। সেখানে পাকিস্তানের কিছুটা বেশী ৬০০টি।
নৌসেনা
নৌবহরের দিক থেকেও পাকিস্তানকে নাস্তানাবুদ করতে তৈরি ভারত। দেশের একদিকে ভারত মহাসাগর, অন্যদিকে আরব সাগর। ফলে বিরাট সমুদ্র অঞ্চলে কড়া নজরদারি চালাতে ভারতের নৌবহর বিশ্বের যে কোনও দেশের তুলনায় বিরাট শক্তিশালী। নৌবহরে বিশ্বে ষষ্ঠস্থানে ভারত। আর পাকিস্তান ২৭ তম স্থানে। ভারতের কাছে যুদ্ধ জাহাজ রয়েছে ২৯৩টি। সেখানে পাকিস্তানের ১২১টি। ভারতের রয়েছে দুটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার – আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত। যা পাকিস্তানের নেই। এছাড়া ভারতের ১৮টি ডুবোজাহাজ, পাকিস্তানের ৮টি। ভারতের ১৩টি ডেস্ট্রয়ার, পাকিস্তান ০। ভারতের ফ্রিগেট ১৪টি, পাকিস্তানের ৯টি, করভেট্টেস ভারতের ১৮টি, পাকিস্তানের ৯টি। এবং টহলদারি ভেসেল ভারতের ১৩৫টি ও পাকিস্তানের ৬৯টি।