ছেলে পাকিস্তান সেনাদের হাতে বন্দি। ব্ল্যাক মিটিং করার পরেও তাকে ছাড়তে নারাজ পাকিস্তান। হুগলির রিষড়ার বাসিন্দা পুনম কুমার সাউ পাঠানকোট সীমান্ত ভুল করে পাক এলাকায় ঢুকে পড়েন। এরপর পাকিস্তান রেঞ্জার তাকে আটক করে। বিএসএফের এই জায়ানকে ছেড়ে দেওয়ার জন্য কমান্ড পর্যায়ে বৈঠক হয়।তবু তাকে ছাড়া হয়নি।
ছেলে ছাড়া না পাওয়ায় শোকাহত তার পরিবার। পুনমের মা গুরুতর অসুস্থ। বাবা ও তাই। আর তার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। এছাড়া রয়েছে আট বছরের একটি শিশু পুত্র। পুনমের বাবা বলেছেন আমাদের বাড়িতে আর চুলা জ্বলছে না। একবার বিএসএফের কর্তারা ফোন করে জানিয়েছেন বৈঠক শেষ হয়ে গিয়েছে আশা করছি পুনম ফিরে আসবে। বস্তুত সেই আশাতেই দিন গুজরাং করছে সাউ পরিবার।