বিপুল পরিমাণে তাজা কার্তুজ সহ বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার দুই অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার দুটি পিস্তল সঙ্গে ২৫২ পিস কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল বসিরহাট থানার বসিরহাট পৌরসভার ২১নং ওয়ার্ডের সিশোনা দাস পাড়ায় একটি বাড়িতে হানা দেয়। সেই বাড়িতে হানা দিয়েই বিপুল পরিমাণে কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে রাজ্য এসটিএফ। তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকেই দীপ্তজিৎ সেন এবং কাজল মুখোপাধ্যায় নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশি জেরায় তারা তাদের বাড়িতে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে। উদ্ধার হয় দুটি ৭ এমএম সেমি অটোমেটিক পিস্তল ও ২৫২ রাউন্ড কার্তুজ। ধৃত দু’জনকে গ্রেফতার করে বসিরহাট থানায় নিয়ে আসা হয়। ধৃতদের মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ তোলা হয়।