ফেসবুকে ভুয়ো প্রোফাইল বানিয়ে প্রতারণার চেষ্টার ঘটনা ফের সামনে এলো পূর্ব বর্ধমানে। শহর বর্ধমানের এক যুবতির নাম ও ছবি ব্যবহার করে তৈরি করা হয় একটি নকল প্রোফাইল। সেই ভুয়ো আইডি থেকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয় বর্ধমানের এক সিভিক ভলেন্টিয়ার লালটু সিংহকে। বন্ধুত্ব হওয়ার পর নানা অজুহাতে প্রায় আড়াই লক্ষ টাকা ধার চাওয়া হয় ওই ভুয়ো প্রোফাইল থেকে।
তবে টাকা দেওয়ার আগে সন্দেহ হওয়ায় লালটু নিজের বুদ্ধিতে ফাঁদ পাতে।
টাকা দেওয়ার নাম করে অভিযুক্তকে বর্ধমান ডেকে পাঠানো হয়। মূল চক্র হাজির না হলেও, তার এক ছায়াসঙ্গী টাকা নিতে এলে লালটু সিংহ তাকে নিজের বাইকে চাপিয়ে সোজা নিয়ে যান বর্ধমান থানায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার বর্ণনায় লালটু সিংহ জানান, “ভুয়ো আইডি থেকে প্রথমে ‘হাই’ লিখে যোগাযোগ করা হয়। নিজেকে মামনি বলে পরিচয় দেয়। পরে টিংকুর গার্লফ্রেন্ড হিসেবে নিজেকে চিহ্নিত করে নানা গল্প শোনায়। কিছু ছবি চাওয়ার পর বেশ কিছু ছবি পাঠায়, যা বর্ধমানের এক মহিলার সঙ্গে পুরোপুরি মিলে যায়। তখনই আমি সন্দেহ করি এবং সেই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনা বুঝতে পারি”।
অন্যদিকে, ওই যুবতী যানান “কিছুদিন ধরে শুনছিলাম কেউ আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি চালাচ্ছে। এবার এক সিভিক ভাইয়ের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে শুনে আমি থানার দ্বারস্থ হয়েছি। চাই, এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক”। এই ঘটনায় মূল পান্ডা ছাড়াও আরও কেউ জড়িত কি না, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে প্রতারনায় মূল অভিযুক্তের ওই ছায়াসঙ্গীকে গ্ৰেফতার করে পুলিশ।ধৃতকে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।