দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টি, ক্ষতির মুখে চাষীরা। জানা যায় দক্ষিণবঙ্গের রায়দিঘীতে শিলাবৃষ্টির ফলে ক্ষতির মুখে ধান, ফল, ও সবজি চাষিরা। মঙ্গলবার সকালে দেখা গেছে অতিরিক্ত গরম, সেই গরমে হাঁসফাঁস পথ চলতি মানুষ থেকে চাষিরা, বেলা গড়াতেই দুপুর দুটো নাগাদ স্বস্তির নিঃশ্বাস ফেলল সাধারণ মানুষ, শুরু হল ঝিরিঝিরি বৃষ্টি।
তারপর সাথে সাথে শুরু হয় ভয়ংকর বজ্রপাত। আতঙ্কিত হয় সাধারণ মানুষ। ১৬ এপ্রিল রায়দিঘীতে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কৃষকের, সেই মর্মে পুলিশ সূত্রে জানা যায় রায়দিঘীতে ২৯ এপ্রিল মঙ্গলবার বজ্রপাত হলেও কোন দুর্ঘটনা ঘটেনি। তবে প্রায় এক ঘণ্টা ঝিরিঝিরি বৃষ্টির পরে বিক্ষিপ্তভাবে শুরু হয় শিলা বৃষ্টি। এই শিলা বৃষ্টির ফলে রায়দিঘীর চাষীদের মাথায় হাত। সবজি, ধান, ফল গাছের ডালপালা ভেঙে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। প্রায় ২০ মিনিট ধরে শিলাবৃষ্টি হওয়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে রায়দিঘীর চাষীরা। তাছাড়াও দক্ষিণবঙ্গের পাথরপ্রতিমা, কাকদ্বীপ নামখানা এ সকল জায়গাগুলিতে দেখা যায়নি শিলাবৃষ্টি, স্বস্তিতে আছেন সাধারণ মানুষ।