উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোলা এলাকায় বুধবার ভোররাতে বসিরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাহাঙ্গীর মণ্ডল ও জাহির মন্ডলের বাড়িতে তল্লাশি চালায়।
সেখান থেকে উদ্ধার হয় দুটি পিস্তল ও এক রাউন্ড গুলি। পুলিশের প্রাথমিক জেরায় তারা শিকার করে জেলার বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে এই অস্ত্র ব্যবহার করতো। এরপর বসিরহাট থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। সঙ্গে ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতদের বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।