সাধু রামচাঁদ মুর্মুর জন্মদিন উপলক্ষে বুধবার ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের শিলদা গ্রাম পঞ্চায়েতের কামারবান্দি গ্রামে ঝাড়গ্রাম জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত সাধু রামচাঁদ মুর্মুর জীবন ও সৃষ্টি বিষয়ক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বুধবার ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রদর্শনীর উদ্বোধন করলেন রাজ্যের বন দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা ও ঝাড়গ্রাম জেলাশাসক সুনীল আগরওয়াল। এছাড়াও অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই সাধু রামচাঁদ মুর্মুর মূর্তিতে ফুলের মালা দিয়ে তাকে তার জন্মদিনের শ্রদ্ধা নিবেদন করেন। মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, সাধু রামচাঁদ মুর্মু একজন সাঁওতালি কবি ছিলেন। তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানোর জন্য তার জীবন ও সৃষ্টি বিষয়ক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ঝাড়গ্রাম জেলা তথ্য সংস্কৃতি দপ্তর। তিনি এই প্রদর্শনী দেখার জন্য এলাকার সর্বস্তরের মানুষজনকে আহ্বান জানান। সাধু রামচাঁদ মুর্মুর জীবন ও সৃষ্টি বিষয়ক বিশেষ প্রদর্শনীর আয়োজন করার জন্য ঝাড়গ্রাম জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরকে তিনি সাধুবাদ জানান।