অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই পুণ্য লগ্নে বর্ধমানের রাজ ঐতিহাসিক সর্বমঙ্গলা মন্দিরের নামও ছড়িয়ে পড়ল সারা দেশে। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মাতার নাম ছড়িয়ে পড়ে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে। এমনটাই জানানো হয়েছে সর্বমঙ্গলা মন্দির ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে। বুধবার ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে এবং শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের প্রচেষ্টায় সারা ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেল দেবী সর্বমঙ্গলা মাতার ছবি।
সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের পক্ষে আইনজীবী সঞ্জয় ঘোষ জানান, শুভ অক্ষয় তৃতীয়ার দিন সকালে সর্বমঙ্গলা মাতার মন্দিরে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে ট্রাস্ট বোর্ডের প্রচেষ্টায় সর্বমঙ্গলা মাতার নামে “ডাকটিকিট” ও “ফার্স্ট ডে কভার” প্রকাশিত হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের পোষ্ট মাস্টার জেনারেল রিজু গাঙ্গুলী, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বিধায়ক খোকন দাস, বর্ধমান সদর মহকুমা শাসক (উত্তর) তীর্থঙ্কর বিশ্বাস সহ ভারতীয় ডাক বিভাগের পদস্থ আধিকারিকবৃন্দ।