বৃহস্পতিবার, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরের দিনই পাণ্ডবেশ্বর বিধানসভায় বিধায়কের উদ্যোগে শুরু হল প্রসাদ বিতরণ কর্মসূচি। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভার গৌরবাজার গ্রামে বাড়ি-বাড়ি গিয়ে নিজ হাতে প্রসাদ বিতরণ করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বুধবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘোষণাও করেন যে যথাসাধ্য বাড়ি-বাড়ি জগন্নাথ দেবের ফটো এবং প্রসাদ পৌঁছে যাবে। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে সাক্ষী রেখে পাণ্ডবেশ্বর বিধানসভাতে শুরু হলো বাড়ি-বাড়ি প্রসাদ বিতরণ কর্মসূচি। বিধায়ক বলেন, এই ঐতিহাসিক মুহূর্তের পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষ সাক্ষী থাকবে।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রত্যেকটি মানুষের বাড়ি-বাড়ি জগন্নাথ দেবের প্রসাদ এবং ছবি পৌঁছে দেবেন। তাই সেই মাহেন্দ্রক্ষণে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছিলাম, তাই বাড়ি-বাড়ি পৌঁছে দেব জগন্নাথ দেবের প্রসাদ।